Translate

শনিবার, ১৩ অক্টোবর, ২০১২

মহালয়া...



নিযুত  আঁধার মেখে হিমভেজা নিশিডাক ফিরে যেতে, 

রাতভোর আলিঙ্গন শেষে, দূর্বার পেলব ঠোঁটে

প্রথম চুম্বন চিহ্ন এঁকে গেছে হেমন্ত কুয়াশা।

স্তব্ধতার নাভিকুণ্ড চিরে , অমোঘ শঙ্খের নিঃস্বনে;

'আনন্দময়ী মহামায়ার পদধ্বনি'... জানিয়েছে সমাগত দেবীপক্ষ!


ঘুমের উজান ঠেলে কানে ভাসে আশ্চর্য আহ্বান... জাগর সঙ্গীত।

যাবতীয় নিরীক্ষা, ফিউশন, ককটেল ভুলে

আমার জরতী মাতামহীর মতই; নিপাট বাঙালি মেয়ে হয়ে উঠি

বুকের গভীরে ডানা মেলে মায়ের আঁচল... হলুদের গন্ধে মাখামাখি

...যাবতীয় ঈর্ষা-দ্বেষ ভুলে আমার বীণায় বেজে ওঠে মঙ্গল প্রার্থনা

'বিধেহি দেবী কল্যাণং বিধেহি বিপুলং শ্রিয়ং ...
 বিধেহি দ্বিষতাং নাশং বিধেহি বলমুচ্চকৈঃ...'

তখন ভোরের গালচেয় একে একে শিউলিরা 

নরম রোদের চাদর জড়িয়ে টুপটাপ সাজিয়েছে অর্ঘ্যপাত্র...

...শারদ অঞ্জলি! 
                                 ... ... ...     ... ... ...    ... ... ...  কৃষ্টিশ্রী