বিচ্ছেদ
আমাদের মাঝে স্তুপীভূত
অসংখ্য হিম,
জমতে জমতে অনিঃশেষ কুয়াশার ঝাঁক জন্ম দেয়!
ওরই মাঝে এক ফালি মিটমিটে
চাঁদ, খুঁজে ফেরে অলৌকিক সেতু,
যে মেটাবে যোজন দুস্তর !
ঝুলন্ত সে পথ ঘিরে গর্জে
চলে উত্তাল আঁধার,
ওপারে অরণ্যভূমি শ্বাপদ সংকুল।
এপারে
নির্মম চড়াই অহংকারী মাথা তুলে বিদ্ধ করে আমার আকাশ,
অঝোর যন্ত্রণা তোমার
নিশ্চুপ অতলে ঝরে পড়ে... পড়তে থাকে ...
দুবাহুর আলিঙ্গনে অফুরান বিচ্ছেদ যাপনসহ্যাতীত হলে পরে
প্রাচীন
পাহাড়ে ধস নামে ... ...
"বিচ্ছেদ" ভালো লাগলো। তবে 'দুস্তর' শব্দটির ব্যবহার নিয়ে আমার খানিক সংশয় রয়ে গেলো।
উত্তরমুছুন'ওপারে অরণ্যভূমি শ্বাপদ সংকুল।
এপারে নির্মম চড়াই অহংকারী মাথা তুলে বিদ্ধ করে আমার আকাশ,
অঝোর যন্ত্রণা তোমার নিশ্চুপ অতলে ঝরে পড়ে... পড়তে থাকে ...'বাহ্!!
অভিনন্দন! খুব ভালো থাকুন।
" দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার ..."
উত্তরমুছুন