Translate

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

???? স্বাধীনতা !!!!!!

???? স্বাধীনতা !!!!!!
ক্যাপশন যুক্ত করুন

    আমাদের  আকাশ জুড়ে আজ উদার গৈরিক  সুর

    বাতাসে মুক্তি - ঘ্রাণ ... ঘরে ঘরে আনন্দ  উৎসব।


   ... তবুও ভোরের মায়াময় উন্মোচন লগ্নে, দুপুরের 

   একলা ঘু ঘু -র ডাকে, সন্ধ্যার জ্বলন্ত রষ্মিচ্ছটায়,

  নাইটক্লাবের উদ্দাম উল্লাসে কিংবা নির্জন রাজপথে ক্রমশঃ

  প্রলম্বিত  হয় মেঘ... বারাসাত থেকে গৌহাটি ... বার বার বৃষ্টি

  নামে... খরশর... অন্ধ আঁধার চিরে যায় ব্যর্থ আর্তনাদে...

   সর্বাঙ্গে বৃষ্টি চিহ্ন মেখে পড়ে থাকে ছিন্নপত্র-কোরক ...

   কর্দমাক্ত ভূলুণ্ঠিত ।মিছিল এগিয়ে চলে... পাড়ার মাইকে 

  স্বদেশী গানের সুর... মঞ্চে মঞ্চে 'বন্দেমাতরম' ... তেরঙ্গা

 বেলুনে, আলোকসজ্জায় অব্যাহত স্বাধীনতা উদযাপন!


৪টি মন্তব্য:

  1. Sadhinotar belun to belun-i
    Sajate lage bhalo
    Sadhinota ki - gaye makhe naki khai?
    Ei prosner uttorta eibar paa gelo bodh hoy.

    উত্তরমুছুন
  2. খুব ভালো লাগলো। পুরো কবিতাটির প্রতিটি লাইনই সুন্দর, বার্তাবহ...
    দুটো দিকই দেখিয়েছেন অসামান্য দক্ষতায়!
    বারবার পড়ার মতো লেখা হয়েছে।

    উত্তরমুছুন
  3. আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। উৎসাহিত বোধ করলাম। ধন্যবাদ ।

    উত্তরমুছুন