তুই হাত ছোঁয়াতেই, উত্তাল লাভা স্রোত,
হৃদয় তখন, হাজার বছরের শীতঘুম ভেঙে ওঠা
মাতাল ভল্ক্যানো!
এতো আগুন ছিল, বুঝিনি আগে!
আমার সবুজ বনানী,
খড়-কুটো দিয়ে বাঁধা ছোট নীড় খানি...
সব বুঝি এই চুরমার!
তোর জন্য গত শতাব্দীতে
কান্না মেখে, আগুনের পথে, হেঁটে গেছি
জন্মভোর। অন্ধরাতে একা!
আজ এখনও তোর ডাকে
পাড়ি দিতে পারি
কালাহারি উষর প্রান্তর,
নরম শ্যামল ছায়া ফেলে!
আশ্চর্য গণিত শেষে
পড়ে আছে এক মায়াডোর!
ক্ষীণবল তবুও অমোঘ
প্রত্যয়ে স্তব্ধ করে রাখে
যাবতীয় অগ্নুদ্গার!
তাই এখনও সুবাতাস বয়ে চলে
অঙ্গনে আমার!
... বুঝি বড় দেরী হয়ে গেছে।
যোগ – বিয়োগের অংকে
বেভুলে, ফুটে ওঠা জ্বালা পোড়া দাগ,
হাসি আর গানে ঢেকে রাখি।
হিসেবের খাতার পেছনে
রয়ে যায় কিশোর বেলার
এলোমেলো কিছু চলছাপ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন