Translate
সোমবার, ২৯ জুলাই, ২০১৩
শেষ চিঠি ...
তবু মাটির গন্ধ, ঘাসেদের নরম সবুজ গান বড় মায়ায় বেঁধে
নিতে চায়। এ পথ আমার নয় , সময়ের স্রোত অনেক অনেক আগে
নিপুণ নির্ম্মমতায় কুরে নিয়ে গেছে আমার মাধবীতলা। এখন
হু হু বাতাসে দোল খায় আশ্র্য়হীন শিকড় , আর অপেক্ষা করে
শেষ ভাঙনের। তবু তো অবুঝ কুড়ি পাখা মেলে... বিষণ্ণ বাতাসে
একে যেতে চায়, ভালোবাসা রঙ... একান্ত প্রহরে।
কিছু চাইবার নেই আর। আনিবার্য খরবেগে বয়ে চলবার আগে
যদি, ফেলে আসা বালুচরে একটি রক্তসন্ধ্যা গায়ে মেখে
পাশাপাশি কিছু চলছাপে লিখে যাওয়া যেত না হওয়া কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন