Translate

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

তোমাকে ভেবে...


তোমাকে ভেবে...

আকাশ তখন অনেক জ্যোৎস্না মাখা, একা বুঝি তাই মেঘের পাহাড় বেয়ে

একগাছা দড়ি সম্বল করে ছুঁতে চেয়েছিলে চাঁদের বুকের ক্ষত

 পিছে রয়ে গেল না-মেলা ছন্দ, এলোমেলো খাতা,একমুঠো অভিমান

এত অসময়ে, এভাবেই কি ...দূরে সরে যেতে হয়?



উঠোনে এখন পায়ে পায়ে টুপটাপ বৃষ্টি ঘনায়

টেবিলের কোণে চুপ হয়ে থাকে  মুখ খোলা পেন

নিভে যাওয়া সিগারেট, ... কেঁপে কেঁপে উঠে জ্বলে আর নেভে

নির্বাক মুঠোফোন, ইশারা বোঝার কেউ নেই আর আজ!



কত শ্রান্তি জমা হলে পরে, এভাবেই নিশিডাকে
সাড়া দেওয়া যায় এক লহমায়,চেনা ঘর-দোর শিউলিবাতাস ভুলে?
আলপনা  মাখা উঠোন পেরিয়ে কোজাগরী চাঁদ ছুঁতে
তুলে নেওয়া যায় জন্ম-নোঙর আনমনা ঝটকায়?



কে বলতে পারে, কখন কিভাবে কার, বুকের পাঁজরে
জমে-জমে ওঠে, হিম-হেমন্ত রাত! ক্ষুধিত কুহেলি
আগ্রাসী ডানা মেলে, চেনা মুখ সব মুছে দিয়ে গেলে
বেভুল পথের  ঠিকানারা হয়  অতলগর্ভ খাদ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন