Translate

শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

ফেরা


অনিকেত,
মৃত্যু ঘেরা খাদ ছুঁয়ে  এলে
কুয়াশায় মাখামাখি ভাঙাচোরা মেঠো আল
যাদের অগ্রাহ্য করেছি, এতাবৎকাল
সমস্ত-ই বড় মায়াময় মনে হয়।

কখনও দৈবাৎ, পূর্বজন্মে ফেলে আসা
ভিটের দুয়ারে এসে দাঁড়ালে দেখবে
শুকনো পাতার স্তূপে তোমার  ছোঁয়ায়
কেমন নূপুরধ্বনি রণিত...

কৃষ্ণপক্ষ যাপন-ই জানে জোৎস্নার যথার্থ আস্বাদ।
অন্যথায়...
... থাক! বুঝবে না সেকথা তুমি-ও)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন