Translate

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

বিষাদ


December 15, 2014 at 2:23pm
আমার নির্জন দ্বীপে শীত নামে,
জলের কিনারে জমে পরিযায়ী ভিড়!

অচেনার কলরবে, ডানার ঝাপটে
মনে পড়ে ফিরবার কথা ছিল যার, ফেরে নাই যারা...
সেই সব প্রিয় বাস- চেনা শব্দ- সান্নিধ্যের ওম
প্রয়োজন ফুরালেই হৃদয় চড়ায়
ঘূর্ণি বাতাসে পাক খায় ভাঙ্গা কাঠ-কুটো
একদা যা প্রতিশ্রুত 
একান্ত আবাস নির্মাণে
উত্তরে দমকে ঝর ঝর
উড়ে যায় হলদে আশ্বাস!

মেঘ মেদুর, বৃষ্টি মাখা দীর্ঘ থেকে দীর্ঘতর প্রহর
আরোও শীতার্ত হয়
অসহায় একাকীত্বে!

হাড়িতে চাপানো চালে-ডালে,
আগুনের ছোঁয়াচ পেতেই
মিলনের সুবাস ছড়ায়!

বুকের আনাচে-কানাচে চাপ বাঁধে নিঃসঙ্গতা
ঘন  থেকে ... ঘনতর... শ্বাসরোধী কুয়াশার মত!
মূক আর্তনাদে নীল হয়ে চলা আঙ্গুলের অধীর ইংগিতে 
আরও জোরে বেজে উঠে বোকাবাক্স গান গায়, হাসে-কাঁদে...
...সমস্ত ধ্বনি অর্থহীন!
রুদ্ধশ্বাস দ্রুততায় সাঙ্গ হওয়া, কাহিনির শেষে
মনে পড়ে না কোন চরিত্রের নাম... ... ... 
... সমস্ত অক্ষর নির্দিষ্ট সংকেত হারিয়ে
প্রহেলিকা হয়ে ওঠে!

আজ নয় শুধু,
ইতিপূর্বে অগনিত বার
এভাবেই বিচ্ছিন্ন-চোরা স্রোতে
মূল্যহীন অপচিত বর্জ রাশির খাত বেয়ে
বয়ে গেছে অনন্ত সময়!


কখনও জেনেছ কি
অকস্মাৎ বন্যার মতই
একাকীত্বে ধুয়ে গেলে মাটি
শূন্য গর্ভে দোল খায় ক্লান্ত সত্ত্বা এক
রিক্ত জীবন আর নিঃস্ব মৃত্যু-র মাঝামাঝি!


এমনই দোলাচলে ধ্বস নামে
পথের কিনারা থেকে খাদের গভীরে
ছিন্নমূল মহীরুহ
অনেক  অনুক্ত কথা নিয়ে,
এ জন্মের মত শীত ঘুম দিতে চলে!

একদিন আমিও ঘুমোব
সমস্ত ব্যথা, অশ্রুর কষাটে-লোনা স্বাদ,
আপেক্ষায় অপেক্ষায় নিরুত্তাপ
বিস্বাদ যাপন পিছে ফেলে...
অভিমানী মেঘ হয়ে...
ভেঙে পড়া গাছেদের পাশে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন