Translate

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

বৃষ্টি-কথা

July 20, 2015 at 11:33am
বৃষ্টি কথা
(১)
তুমুল বৃষ্টি শেষে
 পরিপূর্ণ চাঁদে
ভেসে যায় প্রেমিক আকাশ!

(২)
অকস্মাৎ ধারাজলে কোন সন্ধ্যায়
ঘাসেদের সংগে কংক্রিটের মত
নির্বিকার ভিজেছ তুমিও কি একা???

(৩)
থামবার পরেও,আনমনে
তোমার অনন্ত পাতা বেয়ে
টুপটাপ ঝরে ভালোবাসা!

(৪)
জল ছুঁয়ে ছুঁয়ে, খেলে চলা সাঁঝবেলা
বাতাসে ভিজে কিশোরী বেলার স্বাদ
আজ চেখে নিই জন্মভোরের মত
কাল গোগ্রাসে বাস্তব খরতাপ!

(৫)
উত্তাল বাদল সাঁঝে,
মেলে রেখেছি দিনলিপি ভিজুক, গলুক, ধুয়ে যাক ইচ্ছে সুখে
কাল ভোরে পেয়ে যাব শাশ্বত অক্ষর!

(৬)
আমূল বর্ষণ-স্নাত, বুক চিরে দেখ
গভীরে ধূ-ধূ কালাহারি
অবিশ্বাসী দহনে ঊষর!

(৭)
তেমন বর্ষা হয়ে নামো যদি
আমার পাথর ও তবেকলস্বরা ...

(৮)
বহুবিধ না পাওয়া ছাপিয়ে
ছোট ছোট বৃষ্টি ফোটা
ছবি আকে শূন্যতার গায়ে,
এমনি ভাবেইতরংগ - উচ্ছ্বাসে নয়
আদুরে বর্ষা হয়ে,ঘিরে থেকো, ছোট্ট উঠোন।

(৯)
ভেজা দিনের গল্প জমুক
নরম আলো অন্ধকারে
তখন একের বুকের তারে
অন্য বীণার বর্ষা গীতি
বিরামবিহীন... ... " নিশিদিন
এই জীবনেরসুখের পরে দুখের পরে"
ভালোবাসা পড়ুক ঝরে, অঝোর সুরে!

(১০)
এই শ্রাবনে অঝোর হয়ে এসো
আবার গহন উপত্যকায়,
নিবিড় মেঘের সোহাগ - মেদুর
সবুজ ভালোবেসো!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন