মাঠ ভেঙে এগিয়ে আসছে শাপলা বরণ সাঁঝ
আরো কয়েক যুগান্তর নির্জন শীত রাত্রি
আমার ঊঠোনে টুপ্টাপ এঁকে যাবে হিমেল
বেদনা। তবুও বুকের কানাচে পিদ্দিম জ্বালাই
ভালোবাসা। মেদুর স্বপ্নের পায়ে পায়ে ওৎ পেতে
চলে অন্ধকার। রোজনাচার ছক জুড়ে ইতি আর নেতি
দুই জনা খেলে চলে জটিল গণিত।
অভ্যাস ভুলে কিছুদিন, দুমুঠো হৃদয় ঢেলে দেব
ফুটন্ত হাঁড়িতে। সম্বরার কৌটো-বাটা ঘেঁটে
কোন একদিন একলা চলার স্বাদ ফেন ভাতে মেখে, ঃদি
আমিও নিয্যস খুঁজে নেব সমুদ্র সকাল।
আরো কয়েক যুগান্তর নির্জন শীত রাত্রি
আমার ঊঠোনে টুপ্টাপ এঁকে যাবে হিমেল
বেদনা। তবুও বুকের কানাচে পিদ্দিম জ্বালাই
ভালোবাসা। মেদুর স্বপ্নের পায়ে পায়ে ওৎ পেতে
চলে অন্ধকার। রোজনাচার ছক জুড়ে ইতি আর নেতি
দুই জনা খেলে চলে জটিল গণিত।
অভ্যাস ভুলে কিছুদিন, দুমুঠো হৃদয় ঢেলে দেব
ফুটন্ত হাঁড়িতে। সম্বরার কৌটো-বাটা ঘেঁটে
কোন একদিন একলা চলার স্বাদ ফেন ভাতে মেখে, ঃদি
আমিও নিয্যস খুঁজে নেব সমুদ্র সকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন