Translate

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

দহন



চুরমার হয়ে যাচ্ছি
তুমি কি শুনতে পাচ্ছ?
পাচ্ছ প্রলয় গন্ধ??

শিরায় শিরায় ক্লান্তি
থমকে দাঁড়ানো শোণিতে
এ হৃদয় নি:স্পন্দ।

এই স্তব্ধতা ক্ষণিকের
ঘৃণিবাত্যা ইঙ্গিত
খেলাতো সবে আরম্ভ।

একবার যদি বুঝতে
করতলে রেখে আশ্বাস
পায়ে পায়ে পথ চলতে

হয়ত আকাশ গঙ্গার
ভালোবাসা স্রোতধারাতে
আলোক তরণী বাইতাম।

বুঝলে না তাই উদ্দাম
নিজের আগুনে চুরমার
ছড়াই উল্কাভস্ম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন