কিছু স্মৃতি রয়ে গেছে
আনাচে-কানাচে
অমলতাস-রঙা রোদ্দুরের কাছে,
পূর্বপল্লী পথে নিরিবিলি ছায়াদের ভিড়ে
বিকেল গড়িয়ে যাওয়া খোয়াই-এর ভাজে
ডিয়ার পার্কের বাঁকে
একা চুপ গাছটির কাছে...
কিছু স্মৃতি উড়ে গেছে
বকের পাখায়
কত কথা খসে গেছে নাট্যঘরে
পাতাঝরা গুলঞ্চতলায়
অনুক্ত কত ব্যথা হিম ভোরে ঘাসের কলমে
অলৌকিক মোতি হয়ে ঝরে
আনমনা কত স্রোত বয়ে গেছে
তারাভরা রাত নিয়ে, সোনাঝুরি পথের কিনারে
তার পরও রয়ে গেছে
ছাতিমের ঘ্রাণে বুঁদ বেপরোয়া স্মৃতি
সাইকেল বেলা শেষে ঘরে ফেরা বেল
গ্রিলের এপারে এসে একবার আঙুলে-আঙুল বিনিমিয়ে
সমস্ত সন্ধ্যের কুণ্ঠিত নীরবতা মুহুর্তে হৃদয়ে বাঙ্ময়...
তিনপাহাড়ের নিচে জমে ওঠা জোনাকির রাত
মন্দিরের আলোমাখা আশ্চর্য সকাল...
...
স্মৃতি-বিস্মৃতির বাঁকে পথ চলা ফুরাবে যখন
আমি জানি তখনও অফুরান
আমার বুকের মাঝে বয়ে যাবে শান্তিনিকেতন।স
আনাচে-কানাচে
অমলতাস-রঙা রোদ্দুরের কাছে,
পূর্বপল্লী পথে নিরিবিলি ছায়াদের ভিড়ে
বিকেল গড়িয়ে যাওয়া খোয়াই-এর ভাজে
ডিয়ার পার্কের বাঁকে
একা চুপ গাছটির কাছে...
কিছু স্মৃতি উড়ে গেছে
বকের পাখায়
কত কথা খসে গেছে নাট্যঘরে
পাতাঝরা গুলঞ্চতলায়
অনুক্ত কত ব্যথা হিম ভোরে ঘাসের কলমে
অলৌকিক মোতি হয়ে ঝরে
আনমনা কত স্রোত বয়ে গেছে
তারাভরা রাত নিয়ে, সোনাঝুরি পথের কিনারে
তার পরও রয়ে গেছে
ছাতিমের ঘ্রাণে বুঁদ বেপরোয়া স্মৃতি
সাইকেল বেলা শেষে ঘরে ফেরা বেল
গ্রিলের এপারে এসে একবার আঙুলে-আঙুল বিনিমিয়ে
সমস্ত সন্ধ্যের কুণ্ঠিত নীরবতা মুহুর্তে হৃদয়ে বাঙ্ময়...
তিনপাহাড়ের নিচে জমে ওঠা জোনাকির রাত
মন্দিরের আলোমাখা আশ্চর্য সকাল...
...
স্মৃতি-বিস্মৃতির বাঁকে পথ চলা ফুরাবে যখন
আমি জানি তখনও অফুরান
আমার বুকের মাঝে বয়ে যাবে শান্তিনিকেতন।স
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন