Translate

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

শিলাবৃষ্টি


একাকীত্ব  জমে জমেএকটা  গোটা  মেঘ
যে একদিন স্বপ্ন দেখেছিল
সারাদিন অঝোর স্নানের পর
ঘাসেরা জড়াজড়ি,
ভেজা বুকের সোঁদা ঘ্রাণ
বুনো লতার বাঁধন খসে
টুপটাপ জমে থাকা ভালোবাসা
নতমুখি সূর্যমুখিতে উড়ে আসা
প্রজাপতি, রামধনু আঁকা আকাশ
আর খোয়াইয়ের জলছবি জুড়ে
ছুটে চলা আদিবাসী শৈশব।  
কোপাইয়ের ঘোলা আয়নায়
কনে দেখা আলোয় আশ্চর্য উদ্ভাস,
প্রান্তিকের প্রান্তর  পেরিয়ে
বহুযত্নে গড়ে তোলা সম্পর্কের কথকতা,
কথা মাত্র নয় অরূপকথার ঘরবাড়ি,
ভিজে হাওয়ার রাতে কবিতা-গজল
নরম মোমের গলে পড়া
নতুন চুলোয় হাড়িকুড়ি 
আতপ-খিচুড়ি বাস , একটি থালায় দুটি হাত
.... .... ইত্যাকার অলীকআশায়,
অপেক্ষায় অপেক্ষায়  আর অপেক্ষায়
আজকে পাথর মাত্র হিম।

দিনান্তে নিঃসঙ্গ প্রান্তরে নিরুত্তাপ শিলাবৃষ্টি ঝরে ... ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন