Translate

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

মনখারাপের রাতকথা


মন-খারাপের ঘরবাড়ি জুড়ে রাত
আঁকে সংশয়, জ্বলে পুড়ে ছাই সুখ,
ঘুর্ণি হাওয়ায় দোদুল্যমান বুক
এপাশে কান্না আঁকড়ে ধরছে হাত
পরপারে তার নিশ্চুপ বিমুখতা!


চেনা মুখ সব জলপর্দার নিচে
মুখোশের  ভিড়ে দিকহারা
ব্যথাতুর। খেয়ালী ধারায়
একাকার মন-মাঠ
পাঁজরের ভাজে ভাসে ভাসানের সুর !


বাইরে অঝোর ভিতরে 
উথাল-পাথাল, ঝড়ে
ভেঙে যায় ভরসার
কড়িকাঠ! এক সমুদ্র
কান্না গেলার পরও
নিঃশ্বাসময় তীব্র লবণ-স্বাদ!


... যাবো কোন পথে???
কোথায় সাগর পারে
দারুচিনি দ্বীপ অনন্ত কথকতা
বুকে নিয়ে আজো আমারই
প্রত্যাশে, গুণছে প্রহর
প্রতীক্ষা ভারাতুর! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন