Translate

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

অমোঘ বৃষ্টি


June 18, 2014 at 5:39pm
অনেক দিনের পরে আবার আমার আকাশ জুড়ে অঝোর
বৃষ্টি এলে
জীর্ন ধুসর পথ ভাসিয়ে  রাঙ্গা স্রোতের খেলার ছলে
বৃষ্টি এলে
ভাঙ্গা চালের ফাঁক-ফোঁকরে, ফাটা মাটির ভাঁজে নরম
ছোঁয়ার মত,
একলা দুপুর দাহ ঢেকে প্রিয় আঁচল গন্ধ মেখে
তোমার আসা
বৃষ্টি আমার...
পায়ের তালে শিউরে ওঠে, আমূল স্নাত যূথির কলি
ঝাউয়ের খোঁপা সেজে ওঠে জল-মাণিকে তুমি ছুঁলে
দগ্ধ প্রাণে সোহাগ ঢেলে যুগান্তরের পারে মাতাল
বৃষ্টি এলে...
ভিজলো হৃদয় ফুটিফাটা, ধারা স্নানে হিসেব খাতার
যাপন গণিত ধুয়ে মুছে, এলো চুলের ঢালে ঢালে উতল প্রথম
প্রেমের মত
বৃষ্টি এলে...
গলছে আমার দেওয়াল গণ্ডি, ভাসছে চেনা ছক,
রোজনামচার পাতা এবার খেয়াল নৌকো হোক!
দাঁড়ি মাঝি চাই না যে আর, বে-হাল চলার নেশায় সওয়ার
ডুবব জেনে পাড়ি এবার শিকল খোলা চেনা দুয়ার
পেরিয়ে ভেজা আঙুল ছোঁয়া দুরুদুরু বুকে পাগল
বৃষ্টি ঢেলে...
রামগিরির বার্তা মেঘে, জীবনভোরের কান্না সুখে,
আপন প্রেমে দ্রব করে আমায় নিলে,
মধ্যদিনের তপ্ত বুকে, ছায়াময়ী সন্ধ্যা এঁকে
সকল চাওয়া মিটিয়ে,
আদিম বৃষ্টি এলে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন