আষাঢ় মেঘ ঢেকেছে রৌদ্র মাঠ
সোনাঝুরি চল তুমুল ভিজব বলে
দেখবি কেমন রাঙ্গা নদী বয়
শালবনে পথ ভুলে।
ঝমঝম তালে এক ছুটে প্রান্তিক
ওভারব্রিজের নিচে ঝাপসা রেল
সময় খাতার হিসেব ভাসিয়ে আয়
ভাগ করেনি মায়াবি এক বিকেল!
জল ছপছপ গোয়ালপাড়ার পথে
কোপাই সেতুর পারে এসে চুপচাপ
দেখ ঘোলা জল বইছে নিজের চালে
অসময় স্রোতে সবুজ ভাসিয়ে বুকে!
চুপচুপে সাঁঝে আশ্রম মাঠ ঘেঁষে
দেখি চ কেমন খুশিতে ঘাসেরা আজ
মেঘলা সাজে মাতোয়ারা গান গায়
শুনতে জানলে ভোলা যায় সব কাজ!
আবছা আঁধার ঘণ্টা তলার বেদী
অঝোর ধারায় গলে গলে পড়ে মন
অনাড়ম্বর শান্তির নিকেতন
দেখতে পাবি এখন আসিস যদি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন