Translate

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

জীবনমুখী...



‘অদ্ভূত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ’ বাতাসে সংশয় বিষ
প্রলম্বিত ছায়া-গ্রাসে প্রতিবিম্বে অ-চেনা মুখোশ...
আমার বুকের মাঝে কথা বলে অন্য মন, আনমনা পথে হেঁটে যায়
ত্বরায়িত অস্তাচলে জলাঞ্জলি দু-মুঠো সময়...
যেমন কুয়াশা ভেজা ঝরাপাতা ঘাটে কিংবা আঘাটায়,
উড়ে চলে রাতভোর অকরুণ হিমে!

একদিন ভালোবাসা  দু-চোখে রঙিন প্রজাপতি
ডানা ঝাপটাতো, খোলা সেতু নিরালা বাতাসে
মিশে যেত খ্যাপা বাউলের মরমিয়া গান...
সাক্ষী ছিলি তুই চাঁদ, তোর ছায়া ধোয়া স্রোত... ঘর মুখো
কিছু সাইকেল।

কোপাইয়ের হাঁটু জলে তখনও সবুজ খুন মেশেনিকো
এলোমেলো মনেদের ঝাঁকে শেষ বিকেলের মায়া মেখে,
তখনও সোনালি আলো, সোনাঝুরি বনে অপরূপা সাজে
আধাঁরের চুনরি জড়াতো... বল্গাহীন সুরের ঝরণা বেজে যেত
খোয়াই পাড়ায়।

এসবই ভগ্ন স্মৃতি ...দু মুঠোয় ত্রস্ত-বিপর্যয়,
স্বপ্নের অলিন্দ বেয়ে রক্তস্নাত দুঃস্বপন
মারে উঁকিঝুকি!
তবু হার না মানার জিদ, কান্না গিলে হাঁটতে শেখায়...
পা যখন বাড়িয়েছি, চৌকাঠ মাড়িয়েছি  দিক-রেখা করে যাব পার।

নষ্ট মেঘে ক্ষয়ে গেছে দিন,  
আয় চাঁদ মৃত রাতে, ঘুমন্ত পথে মাঠে জীবনের কবিতা ছড়াই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন