আর একটু জোরে, বিষাক্ত শিকড়
ছড়িয়েছে অনেক গভীরে,
দু একদোলনে উৎখাত হবার নয় আজ।
হে সর্বংসহা আর কতকাল
মেনে যাবে মুখ বুজে নির্মম নির্লজ্জ
বিনাশন ... রক্ত হোরী খেলা।
দ্বীধা হও বসুমাতা, ভাঙো ভাঙো ভাঙো
প্রলয় দোলায় পুঞ্জীকৃত পাপেরপ্রাসাদ,
অন্ধ অহমিকা রাশি।
অট্টহাসে কাঁপুক ভুবন
মুক্ত কর ধ্বংস সাজে, তাণ্ডবলীলায়!
অ-সভ্যতা ভগ্ন স্তূপ উদ্ভিন্ন করে
প্রলয়ের পরবর্তী ভোরে
কোরক মেলুক দুঃসাহসী রক্তকরবী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন