অনিকেত, জানো
বিষণ্ণতার একটা নিজস্ব রং আছে।
হেমন্তী অপরাহ্ন, যখন কুয়াশাময় সন্ধ্যার সংগমে
নিঃশব্দ সমর্পণে নিলীন
তখন সোনালী শষ্যের সম্পদে সন্নত মাঠের কিনারায়
অবসর মিললে একবারটি এসে দাঁড়িও
আসন্ন বিরহ ব্যাথাতুর ভূমি
তোমার সমস্ত চেতনায় বুলিয়ে দেবে
মায়াময় বিষাদ বর্ণের প্রলেপ
আজও কোন বহুজাতিক সংস্থার ক্যাটালগ
তাকে বন্দী করতে পারেনি!!!
অনিকেত, আমি জানিভালোবাসার আশ্চর্যরঙ মুহূর্তগুলিএমন-ই পল দো পল কে সাথি
তার পর লীন হয়ে যাওয়া
আবছায়া অজানায়।
তবু ক্ষণস্থায়ী এই বুদ্বুদ সময়-ই
বাকি বেরঙ জিন্দেগি র
সফরের রেস্ত...
যেমন হেমন্তী সোনাভেজা শিশির
বৃষ্টিধোয়া আশমানে সাতরং ইন্দ্রধনু...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন