Translate

শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

অভিমান।

দূরে যেতে চেয়ে ছিলে
এই নাও অর্বুদ আলোকবর্ষ দূর!
আর কোনো পরিযায়ী অপর গোলার্ধ ছেড়ে
শীত মেরু পার হয়ে আশার পাখায়
এই চেনা ঝিলের কিনারে অপেক্ষার বাসা বুনবেনা...
ভোরের শিশিরে বেমালুম মিশে যাবে
কিছু কান্না-জল।
... তুমি তার ঠিকানা পাবে না কোনকালে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন