Translate

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

সবুজ বিশ্বাস ...


June 23, 2014 at 1:27am
তুমি এমনি করে আগুন হয়ে, 
জ্বালিয়ে যাও আকাশ-জীবন
আমার আবাদ পুড়ে ফুটিফাটা

অন্যমনে বুনে রাখা
সবুজ মনের গালচে জুড়ে
বেড়ে ওঠে অসংখ্য চোরকাঁটা...

ফসল কোথায় ধূ-ধূ যাপন
তোমার - আমার মধ্য-স্রোতে
ছড়িয়ে আছে দীর্ঘ বালুচর

সেই যে নদী স্বপ্ন মাখা
পথ ভুলে আজ দিশাহারা 
ভস্ম-ছাই ওর-ও বাড়িঘর...

বাতাসে বিষ জ্বলে পাঁজর
তারও পরে কণ্ঠ চিরে
উৎসারিত গানের তালে তালে

মেঘ জমবে হৃদ-কমলে
ফোঁটায় ফোঁটায় ভালোবাসা
ফুল হয়ে হাসবে মরা ডালে! 

সবুজ বেশ্বাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন