Translate

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

যদি


May 31, 2014 at 10:45pm
একটা স্বপ্ন আঁকি                  
হাজার হাজার হাতে,
যদি তুমি ঠিকঠাক
তুলি এনে দিতে পারো!

একটা জীবন হাঁটি
মিছিলের পায়ে পায়ে
সামনে আশার যদি
জোনাক পাখনা মেলো।

একটা নদীর ছবি
এঁকে নেব দেশময়
মনে মন জুড়ে জুড়ে
গেঁথে রাখ যদি মালা।

একটি হৃদ-কমল
ফুটবে আকাশ ব্যেপে
ইচ্ছে ডানায় যদি
উড়ানেরা কথা কয়!

ভালোবাসো যদি তবে
নোনামাটি বাদা বনে
সবুজ ধানের শিষ
দুলবে কবিতা হয়ে...

অন্ধ পথে আজও
বিশ্বাসে হাত যদি
বাড়াও দেখবে তবে
উষ্ণতা যাবে ছুঁয়ে!

নিশ্চয়তার কাঁথা
ছুড়ে ফেলে যদি পথে
একবার নেমে চাও
পিছুটান মোছা চোখে

দেখবে ভবিষ্যৎ
অধীর প্রহর গুনে
অপেক্ষা করে আছে
শুধু আমাদের তরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন