Translate

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

চরৈবেতি

তবুও বিশ্বাস...

May 17, 2014 at 12:10am
চলে যাই, চলে যেতে হয় ...অনেক সময়! 
হাতের মুঠোয় তখন নষ্ট চাঁদ গুনগুণ সুরে গেয়ে চলে
প্রপিতামহীর হারানো নক্সী কাঁথার অলীক গাথা

চলে যাই, চলে যেতে হয়... অনেক সময়
বন্ধ্যা পথ জানার পরেও, স্বপ্ন বীজ রোপণ
অনিবার্য হয়ে ওঠে

এভাবেই যেতে যেতে যেতে 
সন্ত্রস্ত সন্ধ্যার বন্ধ চোখে চোখ রেখে
পড়ে গেছি অজস্র কান্না

এভাবেই যেতে যেতে যেতে
মৃত্যুলগ্ন রাতের জঠরে নিঃশব্দ চিৎকারে
প্রতিবাদ পরিপাক হতে দেখবার পরেও 

চলে যাই, চলে যাব... অনন্ত সময়
কারন আমারই হাতে একদিন
মিলে যাবে হাজার শপথ

এভাবেই পায়ে পায়ে পায়ে
বেড়ে যাবে পথ, রক্ত-বদ্ধ গর্ভবাস শেষে
উদিত হবেই জাতক 

তাই চলি, তাই চলে যেতে হয়, তাই চলে যাব বারবার
জন্ম থেকে জন্মান্তর জুড়ে
চরৈবেতি সাধনা আমার... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন