(১)
ভালোবাসি বলেই মেদুর কামিনীগন্ধ
সন্নত আমের শাখ, আলোকিত করবীগুচ্ছ
সব ছেড়ে ছিন্নমূল। না ফোটা গোলাপ মায়া ভুলে
দূর থেকে দূরতম ঠিকানায় পরিযায়ী
উড়ে যাই ফিরে পাব বলে।
(২)
ঝড় উঠছে, সময়ের ঝরাপাতা
স্মৃতিপ্রান্তরে ইতিউতি ওড়াউড়ি
ছলে রেখে যায় কিশোরী বেলার
রেশ, হৃদপুরে জমে স্বপ্নের কথকতা!
স্বপ্নেরা সব অলীক মেঘের স্তুপ,
জমতে জমতে অচিন ব্যথায় ভার।
আঙুলে ছুলেই টুপটাপ কান্নায়
পলকে সাজায় নোনামুক্তার হার।
কান্না ভিজেও স্বপ্ন সাজাই রোজ
অপিচ মেঘের পানসি দিশাহারা
একদিন ঠিক পাবে সে ঠিকানা খুঁজে
আমার আকাশে জ্বলবেই শুকতারা।
(৩)
জানি এ পথ তপ্ত আঁচে
পোড়বে সুখ অন্ধ রাতে
আরাম খেলার বিলাস ঘুচে
চৈত্র শেষে তীব্র বাজে
সেই ব্যথাতুর দীপ্ত দাহে
আনন্দিত আলো
জ্বালব বুকের দেউটি ভরে,
মিটবে বিষাদ কালো।
(৪)
শিকড় ছিড়ছে রাতের গভীরে লবণস্রোত ..
গিলছে নদী,ঘর-দুয়ারজন্মদাগ!
নাড়ি বন্ধনশৈশবকাল বানভাসি ...
অথবা এ তটছিল না আমারভুল নোঙর
এতাবৎকাল চৈতি ঝড়ে পথহারা
তবে গান হোক শিরায় শিরায়
ভাসান ঢেউ বিসর্জনের আখর সাজাক ইতিহাস।
হয়ত কখনওকোনও বাঁকেঘাস-মাটি
নরম চাদরে বিছিয়ে রাখবেআস্থা-ফুল!
ব্রাত্য লতায় ছোঁয়াচে হারানো আচল ঘ্রান
রিদ্ধ করবেঅন্তবিহীন নিঃস্বরাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন