প্রশ্ন ভুল? প্রশ্নের
উত্তর আরো ...
বেভুল অরণ্য থেকে হিংস্র
শিকড়,
পায়ে পায়ে জড়িয়েছে পা।
নির্মম রাত আঙুল বেয়ে
শিরদাঁড়া ছোঁয়,
বাতাসে রক্তের
আঁকিবুঁকি...
সমস্ত চিৎকার ডুবে যায়
হাঁটুজল কোপাইয়ের কোলে...
তুমি তো বলবেই আজগুবি
কথা...
অন্ধকার নামবার আগে আমারও
তাই মনে হত!
এই চেনা মাঠ-ঘাট, ঘরদোর,
ঘাসজমি, নরম হাতের ইশারা-
এরই মাঝে এলোমেলো
বাউল স্রোত হয়ে বয়ে চলা শুধু,
কে জানে কখন ধারালো মেঘ
ঘিরে নিল আলো
সমস্ত ওড়না জুড়ে বিষকাঁটা
ফুল হয়ে ফোঁটে...
হে অপরাজিতা!!!
এর-ই নাম অকালবোধন???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন