পায়ে পায়ে সরে এসে
দঁড়িয়েছি ঢেউ-এর টীলায়
আমার দিগন্ত ছুঁয়ে সূর্য ডুব দেয়
নোনা অন্ধকারে।
গাঢ়- গাঢ় – গূঢ় তমিস্রায়
শ্রান্ত চাঁদ লবণ ছড়ায় রাতভোর,
হিমঘরে নষ্টঘ্রাণ তবু।
বিষণ্ণ শব বুকে অস্পষ্ট সাগরে
খুঁজে ফিরি ফেলে আসা বটের শিকড়,
পরিচিত উষ্ণতার বাস।
সমুদ্র সময় শেষে
খসে পড়ে মাংস... ভালোবাসা...
অবশিষ্ট নির্জন কঙ্কাল
ঢেঊ ভেঙে ভেঙে ভেঙে খোঁজে সূর্যোদয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন