Translate

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

একটা বৃষ্টির কবিতা


May 27, 2014 at 11:13am
একটা বৃষ্টির কবিতাএকটা বৃষ্টির কবিতা







একটা বৃষ্টির কবিতা হয়ে যাক
ধূ–ধূ মাঠ চিরে ওঠা ইট-কাঠ-কংক্রিট
মেঘলা ক্যনভাসে হঠাৎ যখন জলছবি...

একটা বৃষ্টির কবিতা বাজুক
ঘাস ওড়নায় টলটলে মুক্তা জন্মক্ষণে
চুমুকে চুমুকে কিছু উষ্ণতা মাখা
পেয়ালা ঠোঁট ছুঁয়ে আলতো
ইশারা দিলে...

একটা বৃষ্টির কবিতা... ... ...
ফোঁটায় ফোঁটায় ছুঁয়ে দিক আমাদের
তপ্ত উঠোন! লু বাতাস স্মৃতি ভুলে
হাট করা জানালায়
ভিজে আসা শালিক যুগল
ডানার ঝাপটে একমুঠো খুশি
দশ ফুট বাই বারো ফুটে
এলোমেলো ছড়াবার পর... ...
সমস্ত গুমোট ভুলে আঙুলে-আঙুল
বৃষ্টির কবিতা এঁকে যাক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন