যারা হাতে হাত রেখে প্রতিশ্রুতি এঁকেছিল
পায়ে পায়ে পাড়ি দেবে স্বপ্ন ছায়াপথ,
শত মন্বন্ত্বর চোখে চোখে বয়ে যাবে
অপলক ভালোবাসা বুনে...
যারা চড়াইয়ের মত কুটো-খড় ঘাস
জড়ো করে দিন-রাত ভোর
নির্মাণ করে ছিল সম্ভবনা ময়
একান্ত নীড় এক...
বিধ্বস্ত দিনের শেষে বেঁচে থাকা দু-মুঠো সময়,
যারা ঠোঁটে ঠোঁট রেখে বিনিময় করেছে উত্তাপ!
রোদ-ঝড়-বিদ্যুতে-কুয়াশায়-শীতে
যারা যুগ-যুগান্তর হিয়ে হিয়ে মিশে একাকার
উত্তাল জীবন স্রোতে রেখে গেল উত্তরাধিকার...
পাশাপাশি বেড়ে ওঠা লতাদের মত আঁকড়ে বাঁচবার পরও
মুখোমুখি বালিশের মাঝে কখনো কি
অচেনা বাতাস ফিসফিস স্বরে অমোঘ যন্ত্রণা্ময়
প্রশ্নচিহ্ন ছুড়ে গেছে ????
রোজকার আয়নার এপারে-ওপারে
কাছাকাছি তবু বহু দূরে
বাস করা মানবের, মানবীর মত
তারাও কি বাস্তবিক চেনে পরস্পরে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন