Translate

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

আষাঢ় - স্মৃতি


এমন করে ঝরলে পরে মন মাতাল,স্বভাবতই টলোমলো
প্রান্তিক প্রান্তর পেরিয়ে আরও দূর তালতোড় গাঁয়ে...
গাঁয়ের কিনারে হেঁটে যায়। যেখানে কোপাই নীচে,
উপরে ঝমঝম রেল, দু হাত দূর দিয়ে ছুঁতে যায়
নিশ্চিন্তিপুর ...

বহুদিন দহনের পর অকস্মাৎ, মেঘলা গানে গানে
আজকে যেমন বিকেল মায়াবী জলছবি, বাতাসে স্নানের ঘ্রাণ,
এসব মূহূর্তি শিশিরের মত লহমার, তবু জানি গতানুগতিক
অন্ধকারে এলোমেলো এক-আধ পশলা জোনাকের ঝাড়বাতি
জীবনের আলপনা আঁকে ...

মনে পড়ে প্রথম আষাঢ়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন