Translate

বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭

নির্জনতার সেতু

কিছু কিছু সেতু বেয়ে এখনও
জীবনের কুটিল অন্ধিসন্ধি পার হয়ে
ছোঁয়া যায়, সীমাহীন তেপান্তর পারে
সব পেয়েছির দেশ!

সেখানে সীমান্ত নেই, কাঁটাতার, মানচিত্র, রক্তচক্ষু বেয়নেট...
লাল,নীল, সবুজের ঝাণ্ডা অধ্যুষিত এলাকা দখল...
আনমনে বেপাড়ায় পা বাড়ালে
ল্যাজ নাড়া নেড়িদের ঘেউ ঘেউ  ডাক...
সেখানে পৌছতে আজও আলোকবর্ষ দেরি।

হয়ত বা নড়বড়ে,
তবু পায়ে পায়ে,
ক্ষীণতর  বিশ্বাসের আলপথ বেয়ে
একদিন নিশ্চয়
সেতুখানি হয়ে যাব পার...
অন্ধকার পর্দার ওপাশে
সমাগত স্বাগতের দেশে।

1 টি মন্তব্য: