Translate
শনিবার, ১৭ নভেম্বর, ২০১২
শনিবার, ১৩ অক্টোবর, ২০১২
মহালয়া...
নিযুত আঁধার মেখে হিমভেজা নিশিডাক ফিরে যেতে,
রাতভোর আলিঙ্গন শেষে, দূর্বার পেলব ঠোঁটে
প্রথম চুম্বন চিহ্ন এঁকে গেছে হেমন্ত কুয়াশা।
স্তব্ধতার নাভিকুণ্ড চিরে , অমোঘ শঙ্খের নিঃস্বনে;
'আনন্দময়ী মহামায়ার পদধ্বনি'... জানিয়েছে সমাগত দেবীপক্ষ!
ঘুমের উজান ঠেলে কানে ভাসে আশ্চর্য আহ্বান... জাগর সঙ্গীত।
যাবতীয় নিরীক্ষা, ফিউশন, ককটেল ভুলে
আমার জরতী মাতামহীর মতই; নিপাট বাঙালি মেয়ে হয়ে উঠি
বুকের গভীরে ডানা মেলে মায়ের আঁচল... হলুদের গন্ধে মাখামাখি
...যাবতীয় ঈর্ষা-দ্বেষ ভুলে আমার বীণায় বেজে ওঠে মঙ্গল প্রার্থনা
'বিধেহি দেবী কল্যাণং বিধেহি বিপুলং শ্রিয়ং ...
বিধেহি দ্বিষতাং নাশং বিধেহি বলমুচ্চকৈঃ...'
তখন ভোরের গালচেয় একে একে শিউলিরা
নরম রোদের চাদর জড়িয়ে টুপটাপ সাজিয়েছে অর্ঘ্যপাত্র...
...শারদ অঞ্জলি!
... ... ... ... ... ... ... ... ... কৃষ্টিশ্রী
বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২
মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১২
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২
ভস্মদাগ...
ভস্মদাগ.................
এই সব অসহায় সময়ের ক্ষয় দেখে-দেখে
ক্লান্ত বক পাখা মেলে পশ্চিমের লালে!
পাখায় আগুন গন্ধ ব্যাপ্ত করে কি অবলীলায়
...........দিগন্তের প্রান্ত ছোঁয়
...উড়ে যায় ...ফিরে ফিরে আসে!
ওরই মতো স্বপ্ন লীন সমুদ্দুর ছুঁয়ে - ছেনে যদি আসা যেত
অনায়াসে দাহ নিয়ে যদি ভাসা যেত... ...নিঃস্বতার
অঙ্গন পেরিয়ে.......!!!!!!!!!!!!!!
তবে বুঝি ভালো হত! ভালবাসা মেঘের ডানায়
আমার অলিন্দে লগ্ন হয়ে উষ্ণতা ছড়াত
সূর্যাস্তের পথে!
তোমার দুচোখ-এ উত্তাল অনন্ত মদ
ইশারায় নীড়ের আহ্ববান....এ সব
উপেক্ষা করে ক্লান্ত বাধ্যতায়.........
...নৈমিত্তিক ক্লেদ মেখে মেখে
হাঁটতে হত না আর!
এখন আমার আকাশে মেঘেরা আসেনা-আর
মধ্যান্হ বিস্তারিত হয়!!!!!!!!!প্রচণ্ড উত্তাপে
আমি পুড়ে যেতে থাকি...আর ভস্মদাগ
ব্যাপ্ত হয় হৃদয় আকাশে!
শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২
???? স্বাধীনতা !!!!!!
???? স্বাধীনতা !!!!!! ক্যাপশন যুক্ত করুন |
আমাদের আকাশ জুড়ে আজ উদার গৈরিক সুর
বাতাসে মুক্তি - ঘ্রাণ ... ঘরে ঘরে আনন্দ উৎসব।
... তবুও ভোরের মায়াময় উন্মোচন লগ্নে, দুপুরের
একলা ঘু ঘু -র ডাকে, সন্ধ্যার জ্বলন্ত রষ্মিচ্ছটায়,
নাইটক্লাবের উদ্দাম উল্লাসে কিংবা নির্জন রাজপথে ক্রমশঃ
প্রলম্বিত হয় মেঘ... বারাসাত থেকে গৌহাটি ... বার বার বৃষ্টি
নামে... খরশর... অন্ধ আঁধার চিরে যায় ব্যর্থ আর্তনাদে...
সর্বাঙ্গে বৃষ্টি চিহ্ন মেখে পড়ে থাকে ছিন্নপত্র-কোরক ...
কর্দমাক্ত ভূলুণ্ঠিত ।মিছিল এগিয়ে চলে... পাড়ার মাইকে
স্বদেশী গানের সুর... মঞ্চে মঞ্চে 'বন্দেমাতরম' ... তেরঙ্গা
বেলুনে, আলোকসজ্জায় অব্যাহত স্বাধীনতা উদযাপন!
রবিবার, ১২ আগস্ট, ২০১২
সোমবার, ৬ আগস্ট, ২০১২
রবিবার, ৫ আগস্ট, ২০১২
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)